মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১০৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১০৬। হযরত আবু সা'লাবা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার মাংস হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন।—মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن أبي ثَعلبةَ قَالَ: حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لُحُومَ الْحُمُرِ الْأَهْلِيَّةِ
হাদীসের ব্যাখ্যা:
মনোবিজ্ঞানীদের গবেষণার ফলশ্রুতি হইতে জানা যায় যে, প্রত্যেক প্রকারের খাদ্যদ্রব্যের প্রতিক্রিয়া মানুষের দেহে এবং স্বভাবে প্রতিফলন ঘটায়। সেহেতু মাংসাশী হিংস্র জন্তু খাওয়া হারাম করা হইয়াছে। তবে গাধার মাংস দুই কারণে হারাম। প্রথমত উহা মানুষের ভারবাহী ও সওয়ারীর পশু। দ্বিতীয়ত উহা হইল অতি নির্বোধ ও নিকৃষ্ট স্বভাবের পশু, যাহা মানব স্বভাবের পরিপন্থী। (আল-মাছালেহুল আকলিয়াহ্)