মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১০৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১০৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের (যুদ্ধের) দিন গৃহপালিত গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন এবং ঘোড়ার মাংস সম্পর্কে অনুমতি দিয়াছেন। — মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ وَأَذِنَ فِي لُحُومِ الْخَيْلِ
হাদীসের ব্যাখ্যা:
সাময়িকভাবে প্রয়োজনের তাগিদে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দেওয়া হইয়াছিল। সর্ব সময়ের জন্য অনুমতি ছিল না। হাদীসের শব্দ يوم خيبر এই কথাটিরই সমর্থন করে। নাসায়ী, আবু দাউদ ও ইবনে মাজার রেওয়ায়তে খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘোড়ার গোশত খাইতে নিষেধ করিয়াছেন।