মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৮০। হিশাম ইবনে যায়দ হইতে বর্ণিত, হযরত আনাস (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, তখন তিনি পশুর আস্তাবলে ছিলেন। আমি তাঁহাকে দেখিলাম, তিনি ছাগ-বকুরীগুলিকে দাগ দিতেছেন। (হিশাম বলেন, আমার ধারণা, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, হুযূর (ছাঃ) সেই পশুগুলির কানের মধ্যেই দাগ লাগাইয়াছেন। – মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْ هِشَامِ بْنِ زَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي مِرْبَدٍ فَرَأَيْتُهُ يَسِمُ شَاءَ حسبته قَالَ: فِي آذانها

হাদীসের ব্যাখ্যা:

ছাগল, মেষ, দুম্বা ইত্যাদির কানে এবং গরু, মহিষ ও উট ইত্যাদির লেজ বা পাছার মধ্যে দাগ লাগানো হইত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান