মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৭৯
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন ভোরে আমি আব্দুল্লাহ্ ইবনে আবু তালহাকে মিষ্টি মুখ করানোর জন্য রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া আসিলাম। তখন আমি তাহাকে এমন অবস্থায় পাইলাম যে, তাহার হাতে ছিল একখানা দাগ লাগাইবার যন্ত্র। উহা দ্বারা তিনি ছদকা যাকাতের উটগুলিকে দাগ দিতেছেন। -মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن أنس قَالَ: غَدَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ لِيُحَنِّكَهُ فَوَافَيْتُهُ فِي يَدِهِ الْمِيسَمُ يَسِمُ إِبِلَ الصَّدَقَة
হাদীসের ব্যাখ্যা:
নবজাত শিশুর মিষ্টি মুখ করানোর কাজকে বুঝাইবার জন্য হাদীসে তাহ্নীক শব্দ ব্যবহার করা হইয়াছে। ইহার মানে হইল, কোন নবজাত শিশুর পেটে অন্য কোন জিনিস যাওয়ার পূর্বে কোন বিশেষ বুযুর্গ ব্যক্তির লালামিশ্রিত খোরমা, মধু কিংবা অন্য কোন মিষ্টি জাতীয় বস্তু চিবাইয়া নবজাতকের মুখে বরকতের উদ্দেশ্যে রাখা। তবে খোরমা হওয়াই উত্তম।