মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৬৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৬৭। হযরত আবু সা'লাবা খোশানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি তুমি শিকারের প্রতি তোমার তীর নিক্ষেপ কর এবং উহা তোমার দৃষ্টির অগোচর হইয়া যায়, আর পরে উহাকে পাও, তখন উহা দুর্গন্ধময় না হওয়া পর্যন্ত খাইতে পার। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَغَابَ عَنْكَ فَأَدْرَكْتَهُ فَكُلْ مَا لَمْ يُنْتِنْ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

খাদ্যদ্রব্য দুর্গন্ধময় হওয়ার সাথে হারামের কোন সম্পর্ক নাই। অবশ্য দুর্গন্ধময় না হওয়া পর্যন্ত খাওয়ার হুকুমটি মোস্তাহাব। আল্লামা নববী বলেন, দুর্গন্ধময় খাদ্য খাইতে নিষেধ করার বিধানটি হারাম হিসাবে নহে; বরং মাকরূহে তানযীহ হিসাবে। কেননা, ইহা অনেক সময় স্বাস্থ্যের প্রতিকূল হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৬৭ | মুসলিম বাংলা