মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫৬
১১. প্রথম অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৫৬। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, বনী নাযীরের সম্পদসমূহ সেই সমস্ত সম্পদের মধ্যে পরিগণিত, যাহা আল্লাহ্ তা'আলা তাহার রাসূলকে ফায় হিসাবে দান করিয়াছেন। উহা হাসিল করিতে মুসলমানেরা ঘোড়াও দৌড়ায় নাই এবং সেনাবাহিনীও পরিচালনা করে নাই। সুতরাং উহা ছিল রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে নির্ধারিত। তিনি এই সম্পদ হইতে তাহার পরিজনের পুরা এক বৎসরের খোরপোষে ব্যয় করিতেন। অতঃপর অবশিষ্ট যাহা থাকিত, আল্লাহর রাস্তায় জেহাদের প্রস্তুতি হিসাবে অস্ত্রাদি ও জানোয়ার খরিদ করার কাজে ব্যয় করিতেন। -মোত্তাঃ
وَعَن عمر قَالَ: كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِمَّا لَمْ يُوجِفِ الْمُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ وَلَا رِكَابٍ فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِصَة يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلَاحِ وَالْكُرَاعِ عُدَّةً فِي سَبِيل الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৫৬ | মুসলিম বাংলা