মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২৭
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২৭। হযরত জুবায়র ইবনে মুতয়িম (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার নিকটতম আত্মীয়ের অংশটি বনী হাশেম এবং বনী মুত্তালিবের মধ্যে বণ্টন করিলেন, তখন আমি ও ওসমান ইবনে আফফান তাঁহার নিকট যাইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। বনী হাশেম আমাদের ভাই, আমরা তাহাদের (আমাদের এই সমস্ত হাশেমী ভাইদের) সামাজিক মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অস্বীকার করিতেছি না। কেননা, আল্লাহ্ তা'আলা আপনাকে তাহাদের মধ্যেই পয়দা করিয়াছেন। তবে (অনুগ্রহপূর্বক) বলুন, আপনি আমাদের মোত্তালিবী ভাইদিগকে তো প্রদান করিলেন, কিন্তু আমাদিগকে বাদ দিয়া দিলেন, অথচ আমাদের আত্মীয়তা ও তাহাদের আত্মীয়তা একই পর্যায়ের। উত্তরে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ প্রকৃতপক্ষে বনী হাশেম ও বনী মোত্তালিব এইরূপ এক ও অভিন্ন। এই বলিয়া তিনি তাঁহার হাতের অঙ্গুলীগুলি একটির মধ্যে আরেকটি প্রবেশ করাইয়া দেখাইলেন । —শাফেয়ী। আর আবু দাউদ ও নাসায়ীর বর্ণনা প্রায় অনুরূপই। তবে সেই রেওয়ায়তের মধ্যে আছে, হুযূর (ﷺ) বলিয়াছেন, আমি ও বনী মোত্তালিব কখনও বিচ্ছিন্ন হই নাই। জাহিলী যুগেও না এবং ইসলামের মধ্যেও না; বরং আমরা ও তাহারা বস্তুত এক ও অভিন্ন। এই বলিয়া তিনি তাঁহার হাতের অঙ্গুলীগুলিকে তাশ্বীক করিলেন।
وَعَن جُبير بنُ مُطعِمٍ قَالَ: لَمَّا قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَهْمَ ذَوِي الْقُرْبَى بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ أَتَيْتُهُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ هَؤُلَاءِ إِخْوَانُنَا مِنْ بَنِي هَاشِمٍ لَا نُنْكِرُ فَضْلَهُمْ لِمَكَانِكَ الَّذِي وضعكَ اللَّهُ مِنْهُمْ أَرَأَيْتَ إِخْوَانَنَا مِنْ بَنِي الْمُطَّلِبِ أَعْطَيْتَهُمْ وَتَرَكْتَنَا وَإِنَّمَا قَرَابَتُنَا وَقَرَابَتُهُمْ وَاحِدَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَيْءٌ وَاحِدٌ هَكَذَا» . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ. رَوَاهُ الشَّافِعِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ نَحْوُهُ وَفِيهِ: «إِنَّا وَبَنُو الْمُطَّلِبِ لَا نَفْتَرِقُ فِي جَاهِلِيَّةٍ وَلَا إِسْلَامٍ وَإِنَّمَا نَحْنُ وَهُمْ شَيْءٌ وَاحِدٌ» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعه
হাদীসের ব্যাখ্যা:
তাশবীক অর্থ, এক হাতের অঙ্গুলীসমূহকে আরেক হাতের অঙ্গুলীর মধ্যে প্রবেশ করান। (হাদীসটির বিস্তারিত ব্যাখ্যা প্রথম পরিচ্ছেদে বর্ণনা করা হইয়াছে।)
