মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০০০
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফ্ফাল (রাঃ) বলেন, খায়বারের দিন আমি একটি চর্বিভর্তি থলি পাইয়া উহা উঠাইয়া লইলাম। আর (মনে মনে) বলিলাম, আমি আজ কাহাকেও ইহা হইতে কিছুই দিব না। পরক্ষণে তাকাইতেই দেখিলাম, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চাহিয়া মৃদু হাসিতেছেন। — মোত্তাঃ, এই প্রসঙ্গে আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীস ما اعطيكم الخ কর্মচারীদের ভাতা অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: أَصَبْتُ جِرَابًا مِنْ شَحْمٍ يَوْمَ خَيْبَرَ فَالْتَزَمْتُهُ فَقُلْتُ: لَا أُعْطِي الْيَوْمَ أَحَدًا مِنْ هَذَا شَيْئًا فَالْتَفَتُّ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يبتسم إِلَيّ. مُتَّفق عَلَيْهِ. وَذكر الحَدِيث أَبِي هُرَيْرَةَ «مَا أُعْطِيكُمْ» فِي بَابِ «رِزْقِ الْوُلَاة»
হাদীসের ব্যাখ্যা:
বুখারীর এক রেওয়ায়তে আছে, আমি হুযুর (ﷺ)-কে দেখিয়া লজ্জা বোধ করিয়াছি। কেননা, ইহাতে পার্থিব সম্পদের প্রতি আমার অত্যধিক মোহই প্রকাশ পাইয়াছে। আর আমার অবস্থা দেখিয়া হুযুর (ﷺ) মৃদু হাসিলেন, ইহা হইতে বুঝা যায় যে, আমার এই আচরণে তিনি অসন্তুষ্ট হন নাই; বরং পরোক্ষভাবে অনুমতিই প্রদান করিয়াছেন। আবু দাউদের বর্ণনায় আছে, তিনি বলিয়াছেন, হে আবদুল্লাহ্ ! উহা তোমারই।
