মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৯৯
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, যুদ্ধকালীন সময়ে আমরা মধু ও আঙ্গুর পাইতাম, কিন্তু উহা (বায়তুল মালে কিংবা রাসূলুল্লাহ্ [ছাঃ]-এর নিকটে) জমা না দিয়া খাইয়া ফেলিতাম। -বুখারী
وَعَن ابْن عمر قَالَ: كُنَّا نُصِيبُ فِي مَغَازِينَا الْعَسَلَ وَالْعِنَبَ فنأكله وَلَا نرفعُه رَوَاهُ البُخَارِيّ
