মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৯৭
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি (বনী দুবার গোত্রের) মেদআম নামক একটি গোলাম রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিল। এক সময় মেদআম সওয়ারীর উপর হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা (সওয়ারীর পৃষ্ঠে বসার গদী) নীচে নামাইতেছিল। এমন সময় হঠাৎ কোথাও হইতে একটি তীর আসিয়া তাহার গায়ে বিধিল এবং তাহাকে হত্যা করিল। ইহা দেখিয়া লোকেরা বলিয়া উঠিল, তাহার জন্য বেহেশত মুবারক হউক। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ কখনও না, সেই মহান সত্তার কসম যাঁহার হাতে আমার প্রাণ। খায়বার যুদ্ধের গনীমত হইতে বণ্টন ব্যতিরেকে যে চাদরখানা সে হস্তগত করিয়াছে, উহা অবশ্যই আগুন হইয়া তাহাকে দগ্ধ করিবে। লোকজন রাসুলুল্লাহ্ (ছাঃ)-এর এই কথা শুনিলে এক ব্যক্তি জুতার একটি কিংবা দুইটি ফিতা আনিয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির করিল। (যাহা সে বণ্টন ছাড়াই হস্তগত করিয়াছিল।) তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই একটি ফিতা আগুনের অথবা এই দুইটি ফিতা আগুনের। মোস্তাঃ
وَعَنْهُ قَالَ: أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا يُقَالُ لَهُ: مِدْعَمٌ فَبَيْنَمَا مِدْعَمٌ يَحُطُّ رَحْلًا لِرَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم إِذْ أَصَابَهُ سهم عاثر فَقَتَلَهُ فَقَالَ النَّاسُ: هَنِيئًا لَهُ الْجَنَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن الثملة الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا» . فَلَمَّا سَمِعَ ذَلِك النَّاس جَاءَ رجل بشرك أَوْ شِرَاكَيْنِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «شِرَاكٌ مِنْ نَارٍ أَوْ شِرَاكَانِ من نارٍ»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আত্মসাৎকৃত বস্তুটিই অবিকল আগুন হইবে অথবা উহাই জাহান্নামে যাওয়ার কারণ হইবে, যদিও উহা ক্ষুদ্র কিংবা নগণ্যও হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৯৭ | মুসলিম বাংলা