মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৭২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ওকবা ইবনে আবু মুআয়তকে কতল করিবার সংকল্প করিলেন, তখন সে বলিল, (আমাকে হত্যা করিলে) আমার ছোট ছোট সন্তানদের লালন-পালন কে করিবে ? উত্তরে হুযূর (ﷺ) বলিলেনঃ আগুন। —আবু দাউদ
كتاب الجهاد
وَعَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ قَتْلَ عُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ قَالَ: مَنْ لِلصِّبْيَةِ؟ قَالَ: «النَّار» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এক সময় নবী (ﷺ) খানায়ে কা'বার পার্শ্বে নামায পড়িতেছিলেন, তখন আবু জাহলের নির্দেশে এই ওকবা ইবনে আবু মুআয়ত হুযূর (ﷺ)-এর ঘাড়ের উপরে উটের নাড়িভুঁড়ি আনিয়া উঠাইয়া দিয়াছিল। হুযূর (ﷺ)-এর জওয়াবের অর্থ এই যে, তোমার যে পরিণতি হইয়াছে, তাহাদের পরিণতিও তাহাই হইবে অথবা তুমি তোমার আগুনে যাওয়ার ব্যাপারে চিন্তা কর। সন্তানের চিন্তা করা নিষ্প্রয়োজন। আল্লাহ্ই আছেন তাহাদের যিম্মাদার।
tahqiqতাহকীক:তাহকীক চলমান