মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৬৬
৫. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৬৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একবার মক্কার আশিজন অস্ত্রে-শস্ত্রে সজ্জিত ঘাতকের একদল লোক তানঈম পর্বতের আড়াল হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সাহাবীদের উপর অতর্কিতে আক্রমণ করিয়া তাহাদিগকে ঘায়েল করিবার উদ্দেশ্যে নীচে অবতরণ করিল। (অর্থাৎ, হোদাইবিয়ার সন্ধি বহাল থাকা অবস্থায়, কিন্তু রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বিনা মোকাবিলায় গ্রেফতার করিয়া ফেলিলেন। পরে তাহাদিগকে জীবিত ছাড়িয়া দিলেন। অন্য আরেক সূত্রে বর্ণিত হইয়াছে, তাহাদিগকে আযাদ করিয়া দিলেন। এই প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা নিম্নের আয়াতটি নাযিল করিলেন। —অর্থঃ আল্লাহ্ সেই মহান সত্তা, যিনি মক্কার অদূরে তাহাদের (কাফেরদের) হাত তোমাদের উপর হইতে এবং তোমাদের হাত তাহাদের উপর হইতে বিরত রাখিয়াছেন। —মুসলিম
وَعَن أنسٍ: أَنَّ ثَمَانِينَ رَجُلًا مِنْ أَهْلِ مَكَّةَ هَبَطُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَبَلِ التَّنْعِيمِ مُتَسَلِّحِينَ يُرِيدُونَ غِرَّةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ فَأَخَذَهُمْ سِلْمًا فَاسْتَحْيَاهُمْ. وَفِي رِوَايَةٍ: فَأَعْتَقَهُمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى (وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ ببطنِ مكةَ)
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
