মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৩৪
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩৪। কাতাদাহ্ (রহঃ) হইতে বর্ণিত, নো'মান ইবনে মুকাররিন (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে যুদ্ধ করিয়াছি। তাঁহার অভ্যাস ছিল, যখন ফজরের সময় হইয়া যাইত, তখন সূর্য উদয় না হওয়া পর্যন্ত (যুদ্ধ হইতে) বিরত থাকিতেন। যখন সূর্য উদয় হইয়া যাইত, তখন যুদ্ধ আরম্ভ করিতেন। আবার মধ্যাহ্ন হইলে লড়াই বন্ধ রাখিতেন যতক্ষণ না সূর্য পশ্চিমাকাশে ঢলিয়া পড়ে। আবার যখন সূর্য পশ্চিমাকাশে ঢলিয়া পড়িত, তখন (যোহরের নামায আদায় করিয়া) আসরের ওয়াক্ত পর্যন্ত যুদ্ধ চালাইয়া যাইতেন। আবার আসরের নামাযের জন্য বিরতি দিতেন। নামায শেষে পুনরায় যুদ্ধ আরম্ভ করিতেন। বর্ণনাকারী কাতাদাহ্ বলেন, (সূর্য ঢলিয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করার কারণ হিসাবে) সাহাবায়ে কেরামগণ বলিতেন, সেই সময় আল্লাহর পক্ষ হইতে বিজয়-বায়ু প্রবাহিত হয়। আর মু'মিনগণ তাহাদের নামাযে নিজ সৈন্যদের জন্য দো'আ করেন। —তিরমিযী
وَعَن قتادةَ عَنِ النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ قَالَ: غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا طَلَعَ الْفَجْرُ أَمْسَكَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ قَاتَلَ فَإِذَا انْتَصَفَ النَّهَارُ أَمْسَكَ حَتَّى تَزُولَ الشَّمْسُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ قَاتَلَ حَتَّى الْعَصْرِ ثُمَّ أَمْسَكَ حَتَّى يُصَلَّى الْعَصْرُ ثُمَّ يُقَاتِلُ قَالَ قَتَادَةُ: كَانَ يُقَالُ: عِنْدَ ذَلِكَ تُهِيجُ رِيَاحُ النَّصْرِ وَيَدْعُو الْمُؤْمِنُونَ لِجُيُوشِهِمْ فِي صلَاتهم. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

নামাযের মধ্যে দো'আ করার মানে হইল, নামাযের সময় নামায শেষে দো'আ করা অথবা নামাযের মধ্যেই কুনুতে নাযেলা পড়া, যেমন, কোন কোন হাদীসে বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৩৪ | মুসলিম বাংলা