মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৩৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩৩। হযরত নো'মান ইবনে মুকাররিন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে (যুদ্ধে) উপস্থিত ছিলাম। হুযূর (ﷺ)-এর নিয়ম ছিল, তিনি কোন যুদ্ধে দিনের প্রথম ভাগে লড়াই শুরু করিতে না পারিলে অপেক্ষা করিতেন, যতক্ষণ না সূর্য পশ্চিমাকাশে ঢলিয়া পড়ে ও স্নিগ্ধ বায়ু প্রবাহিত হয় এবং আল্লাহর সাহায্য নাযিল হয়। —আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَن النُّعْمَان بن مقرن قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا لَمْ يُقَاتِلْ أَوَّلَ النَّهَارِ انْتَظَرَ حَتَّى تَزُولَ الشَّمْسُ وَتَهُبَّ الرِّيَاحُ وينزِلَ النَّصرُ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর সাহায্য নাযিল হওয়া মানে যোহরের নামাযের পর সম্মিলিতভাবে মুসলমানদের দো'আর বরকতে আল্লাহর সাহায্য পাওয়ার আশা নিয়া যুদ্ধে অবতীর্ণ হওয়া।
