মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯২৭
৩. প্রথম অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯২৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একখানা পত্র হযরত আব্দুল্লাহ্ ইবনে হুযাফা সাহমী (রাঃ)-এর মাধ্যমে (পারস্যের শাসক) কিসরার নিকট পাঠাইলেন এবং তাহাকে নির্দেশ দিলেন যে, উহা বাহরাইনের শাসনকর্তার হাতে দিবে, অবশেষে বাহরাইনের শাসনকর্তা পত্রখানা ইরানের রাজার কাছে দিলেন। সে যখন (চিঠিখানা) পাঠ করিল, তখন উহাকে খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিল। বর্ণনাকারী ইবনুল মুসাইয়্যেব বলেন, ইহার পর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের প্রতি এই বদদো'আ করিলেন, যেন আল্লাহ্ তা'আলা তাহাদিগকে একেবারে ছিন্ন-ভিন্ন করিয়া দেন। বুখারী
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى مَعَ عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى فَلَمَّا قَرَأَ مَزَّقَهُ قَالَ ابْنُ الْمُسَيَّبِ: فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ)-এর পত্রখানাকে যে ব্যক্তি ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিয়াছিল, তাহার নাম পারভেজ ইবনে হরমুখ ইবনে নওশেরওয়াঁ। তাহার পুত্রের নাম ছিল শীরওয়াহ্। সে তাহার পিতা পারভেজকে হত্যা করার এবং নিজে সিংহাসনে বসার লোভ সংবরণ করিতে না পারিয়া অবশেষে পিতাকে হত্যা করার ফন্দি আঁটিতে লাগিল। পারভেজের যখন দৃঢ় বিশ্বাস হইয়া গেল যে, সে নিশ্চিত ছেলের হাতেই মারা যাইবে, তখন একদিন পারভেজ নিজের ব্যক্তিগত ঔষধালয়ে ঢুকিয়া একটি কৌটার মধ্যে বিষ রাখিয়া উহার উপরে স্লিপ লাগাইয়া দিল, ইহা স্ত্রী-সহবাসে সহায়ক অব্যর্থ ঔষধ। শীরওয়াহ ছিল স্ত্রী-সহবাসের প্রতি অত্যধিক মোহিত। সত্য সত্যই একদিন সে পিতাকে হত্যা করিল এবং পারস্যের সিংহাসনে বসিয়া এক সময় উক্ত ঔষধালয়ে ঢুকিয়া সেই কৌটা হইতে বিষ খাইয়া প্রাণ হারাইল। এইবার পারস্যবাসীরা পারভেজের কন্যা ‘পূরাণ'কে সিংহাসনে বসাইয়া দিল। কিন্তু অল্প কিছু দিনের ভিতরেই গোটা দেশের মধ্যে বিশৃঙ্খলা ও বিদ্রোহ দেখা দিল এবং সমগ্র পারস্য বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হইল। অবশেষে হযরত ওমর (রাঃ)-এর খেলাফত আমলে সমগ্র পারস্য মুসলমানদের দখলে আসিয়া যায়। হুযূর (ﷺ)-এর পত্রের সাথে পারস্যের অহংকারী রাজা যেই বেআদবী করিয়াছিল, আর হুযূর (ﷺ)-ও তাহাদের জন্য যেই বদ্‌দো'আ করিয়াছিলেন উহাই হুবহু প্রতিফলিত হইল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯২৭ | মুসলিম বাংলা