মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯১৯
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১৯। সায়ীদ ইবনে আবু হিন্দ হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক প্রকারের উট শয়তানের জন্য এবং এক প্রকারের গৃহও শয়তানের জন্য। বস্তুত শয়তানের উট হইল উহা, যাহা আমি প্রত্যক্ষ করিয়াছি —তোমাদের কেহ কেহ খুব উত্তম উট সঙ্গে লইয়া সফরে বাহির হয়, উহাকে (পালিয়া পুষিয়া) খুব মোটা-তাজা করিয়া লইয়াছে, কিন্তু নিজেও উহাতে সওয়ার হয় না এবং সে তাহার এমন কোন ভাইয়ের নিকট দিয়া পথ অতিক্রম করে যাহার নিকট কোন সওয়ারী নাই, তবুও তাহাকে উহাতে সওয়ার করায় না। আর শয়তানের ঘর, আমি উহা দেখি নাই। সায়ীদ বলেন, আমার ধারণা উহা সেই সকল 'হাওদা'ই হইবে, যাহাকে লোকেরা রেশমী কাপড় ইত্যাদি দ্বারা ঘিরিয়া সাজাইয়া লয়। –আবু দাউদ
وَعَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ إِبِلٌ لِلشَّيَاطِينِ وَبُيُوتٌ لِلشَّيَاطِينِ» . فَأَمَّا إِبِلُ الشَّيَاطِينِ فَقَدْ رَأَيْتُهَا: يَخْرُجُ أَحَدُكُمْ بِنَجِيبَاتٍ مَعَهُ قَدْ أَسْمَنَهَا فَلَا يَعْلُو بَعِيرًا مِنْهَا وَيَمُرُّ بِأَخِيهِ قَدِ انْقَطَعَ بِهِ فَلَا يَحْمِلُهُ وَأَمَّا بُيُوتُ الشَّيَاطِينِ فَلَمْ أَرَهَا كَانَ سَعِيدٌ يَقُولُ: لَا أُرَاهَا إِلَّا هَذِهِ الْأَقْفَاصَ الَّتِي يَسْتُرُ النَّاسُ بِالدِّيبَاجِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যাহা গর্ব-অহংকার কিংবা সুনাম অর্জনের নিয়তে রাখা হইয়াছে। সেই উট ও ঘর শয়তানের জন্য। اقفاص বলা হয় 'হাওদা'কে, যাহা পাল্কীর ন্যায় উটের পৃষ্ঠের উপর রাখা হয়। রেশমী কাপড় দ্বারা বিলাসী লোকেরা উহাকে সাজাইয়া এবং আকর্ষণীয় করিয়া সফরে বাহির হয়। উহাকে শয়তানের ঘর বলা হইয়াছে।
