মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯১৮
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১৮। হযরত বুরায়দা (রাঃ) বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) পায়ে হ্যাঁটিয়া কোথাও যাইতেছিলেন, এমন সময় এক ব্যক্তি গর্ধভারোহণে তথায় উপস্থিত হইল এবং বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি ইহার উপরে সওয়ার হউন। এই কথা বলিয়া লোকটি পিছনে সরিয়া পড়িল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ না, এইরূপ হইবে না, তুমিই তোমার জানোয়ারের সামনের ভাগের অধিক হকদার। তবে (আমি তখনই সম্মুখে বসিতে পারি) যদি তুমি (স্পষ্টভাবে) এই হক আমাকে দাও। তখন লোকটি বলিল, আমি উহা আপনাকে প্রদান করিলাম। অতঃপর তিনি সওয়ার হইলেন। – তিরমিযী ও আবু দাউদ
وَعَن بُرَيْدَة قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي إِذا جَاءَهُ رَجُلٌ مَعَهُ حِمَارٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ارْكَبْ وَتَأَخَّرَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَنْتَ أَحَقُّ بِصَدْرِ دَابَّتِكَ إِلَّا أَنْ تَجْعَلَهُ لِي» . قَالَ: جَعَلْتُهُ لَكَ فَرَكِبَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯১৮ | মুসলিম বাংলা