মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯১৬
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১৬لأহযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তোমাদের জানোয়ারের পৃষ্ঠদেশকে মিম্বরে পরিণত করিও না। কেননা, আল্লাহ্ তা'আলা এই সমস্ত পশুগুলি এই জন্যই তোমাদের অধীনস্থ করিয়া দিয়াছেন, যেন তোমাদেরকে উহারা সেই শহরে পৌঁছাইয়া দেয়, যেইখানে তোমরা কঠোর পরিশ্রম ব্যতীত পৌঁছিতে সক্ষম হইতে না। আর আল্লাহ্ তা'আলা যমীনকে তোমাদের উপকারার্থে সৃষ্টি করিয়া ছেন। অতএব, উহাতে দাঁড়াইয়া নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সমাধা কর। —আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ فَإِنَّ اللَّهَ تَعَالَى إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ وَجَعَلَ لَكُمُ الْأَرْضَ فَعَلَيْهَا فَاقْضُوا حَاجَاتِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

জানোয়ারের পিঠকে মিম্বরে পরিণত না করার অর্থ, অহেতুক জানোয়ারের পিঠে বসিয়া দীর্ঘ কথাবার্তা না বলা। কেননা, অন্য আরেক হাদীসে বর্ণিত হইয়াছে— لا تجعلوا مراكبكم كراسى 'তোমরা জানোয়ারের পৃষ্ঠকে আসন বা কুরসীতে পরিণত করিও না।' অবশ্য প্রয়োজনে উহার পিঠে অবস্থান করত কথা বলা এবং ভাষণ দান করা জায়েয আছে। যেমন বিদায় হজ্জের দিন হুযূর (ﷺ) আরাফাতে ও মিনায় উষ্ট্রীর পৃষ্ঠে দাড়াইয়া খুতবা প্রদান করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯১৬ | মুসলিম বাংলা