মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯১৫
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯১৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, বদরের যুদ্ধের দিন আমাদের অবস্থা এই ছিল যে, আমরা প্রত্যেক তিনজনের মধ্যে একটি উট (আমরা পালাক্রমে উহাতে সওয়ার হইতাম), হযরত আবু লুবাবা ও আলী ইবনে আবু তালিব ছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথী। (বর্ণনাকারী বলেন,) যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পায়ে হ্যাঁটার পালা আসিল, তখন তাঁহারা বলিলেন, (আপনি সওয়ারীর উপরেই থাকুন,) আপনার হ্যাঁটার পালায় আমরাই হ্যাঁটিব। উত্তরে তিনি বলিলেনঃ (প্রথমত) তোমরা দুইজন আমার চাইতে বেশী শক্তিশালী নও। আর (দ্বিতীয়ত আখেরাতের) সওয়াব হইতেও আমি তোমাদের চেয়ে বেশী অপ্রত্যাশী নই। — শরহে সুন্নাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنَّا يَوْمَ بَدْرٍ كُلَّ ثَلَاثَةٍ عَلَى بَعِيرٍ فَكَانَ أَبُو لُبَابَةَ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ زَمِيلَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَكَانَتْ إِذَا جَاءَتْ عُقْبَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَا: نَحْنُ نَمْشِي عَنْكَ قَالَ: «مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي وَمَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا» . رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

زمل অর্থ উট। زاملة সেই উটকে বলা হয়, যাহার উপরে খাদ্য পণ্য ইত্যাদি পরিবহন করা হয়। উটের পৃষ্ঠে একজন বসার পর সমওজনের আরেকজন বসিলে তাহাকে ★★ 'যামীল' বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯১৫ | মুসলিম বাংলা