মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯০৫
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৫। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর হইতে মদীনায় প্রত্যাবর্তন করিবার পর একটি উট অথবা একটি গরু যবাহ্ করিয়াছিলেন। -বুখারী
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ نَحَرَ جَزُورًا أَوْ بَقَرَةً. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

গুরুত্বপূর্ণ দীর্ঘ সফর হইতে প্রত্যাবর্তনের পর সাধ্য-সামর্থ্য অনুযায়ী সাক্ষাৎপ্রার্থীদের মেহমানদারী করা সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান