মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯০৪
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি তোমরা রাত্রির বেলায় (তোমাদের শহরে বা এলাকায়) প্রবেশ কর, তখনই নিজ স্ত্রীদের কাছে যাইও না, যাহাতে তাহারা পরিষ্কার-পরিচ্ছন্ন হইতে পারে এবং তাহাদের চুল চিরুনী দ্বারা সুবিন্যস্ত করিয়া নিতে পারে। মোত্তাঃ
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلْتَ لَيْلًا فَلَا تَدَخُلْ عَلَى أهلك حَتَّى تستحد المغيبة وتمتشط الشعثة»
