মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯০১
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি এবং আবু তালহা (খায়বারের অভিযানের পর মদীনায়) রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রত্যাবর্তন করেন এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সওয়ারীতে তাহার পিছনে উপবিষ্ট ছিলেন হযরত ছাফিয়্যা (রাঃ)। বুখারী
وَعَن أنسٍ: أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةُ مُرْدِفَهَا عَلَى رَاحِلَته. رَوَاهُ البُخَارِيّ
