মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯০০
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯০০। হযরত আব্দুল্লাহ্ ইবনে জাফর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর হইতে প্রত্যাগমন করিতেন, তখন (তাহাকে অভ্যর্থনা জানাইবার জন্য ) তাহার পরিবারস্থ বালকদিগকে উপস্থিত করা হইত। এক সময়ের ঘটনা, হুযূর (ছাঃ) সফর হইতে আগমন করিলেন, তখন আমাকেই সকলের আগে তাহার খেদমতে হাযির করা হইল, তখন তিনি আমাকে তাহার সম্মুখে (সওয়ারীর উপর) বসাইয়া নিলেন। অতঃপর ফাতেমার পুত্রদ্বয়ের যে কোন একজনকে আনা হইল, তখন তিনি তাহাকে নিজের পিছনে বসাইয়া দিলেন। আব্দুল্লাহ বলেন, অতঃপর আমরা এমন অবস্থায় মদীনায় প্রবেশ করিলাম যে, এক সওয়ারীতে তিনজন সওয়ার। -মুসলিম
وَعَن عبدِ اللَّهِ بنِ جعفرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مَنْ سَفَرٍ تُلُقِّيَ بِصِبْيَانِ أَهْلِ بَيْتِهِ وَإِنَّهُ قَدِمَ مَنْ سَفَرٍ فَسُبِقَ بِي إِلَيْهِ فَحَمَلَنِي بَيْنَ يَدَيْهِ ثُمَّ جِيءَ بِأَحَدِ ابْنَيْ فَاطِمَةَ فَأَرْدَفَهُ خَلْفَهُ قَالَ: فَأُدْخِلْنَا المدينةَ ثلاثةَ على دَابَّة. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে প্রমাণিত হয় যে, উট ইত্যাদি সওয়ারীর কষ্ট না হইলে একটির উপর তিনজনও সওয়ার হওয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯০০ | মুসলিম বাংলা