মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৯৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৮৯৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমরা শস্য-শ্যামল মৌসুমে সফর করিবে, তখন তোমরা উটকে যমীন হইতে তাহার হক গ্রহণ করিবার সুযোগ দিবে, আর যখন শুষ্ক মৌসুমে সফর করিবে, তখন তোমরা তাহাদেরে নিয়া দ্রুত গতিতে সফর করিবে। আর যদি রাত্রে কোথাও অবস্থান করিতে হয়, তখন চলাচলের পথ হইতে দূরে থাকিবে। কেননা, উহা হইল রাত্রির বেলায় জীব-জন্তুর চলাচল-পথ ও বিষাক্ত প্রাণীর বাসস্থান। অন্য আরেক রেওয়ায়তে আছে, যখন তোমরা শুষ্ক মৌসুমে সফরে থাক, তখন সওয়ারীর জানোয়ার দুর্বল ও ক্লান্ত হইবার আগেই দ্রুত সফর সমাপ্ত কর। -মুসলিম
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَقَّهَا مِنَ الْأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا طُرُقُ الدَّوَابِّ وَمَأْوَى الْهَوَامِّ بِاللَّيْلِ» . وَفِي رِوَايَةٍ: «إِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَبَادِرُوا بِهَا نِقْيَهَا» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

বিষাক্ত পোকা-মাকড় ও সাপ-বিচ্ছু ইত্যাদি দিনের বেলায় ঝাড়জংগলে এবং গর্তে লুকাইয়া থাকে। পথচারীর চলার পথে ফেলিয়া যাওয়া খাদ্যদ্রব্য যাহাকিছু পড়িয়া থাকে, পোকা মাকড়রা রাত্রের বেলায় বাহির হইয়া উহা তালাশ করিয়া খায়। আর শস্য-শ্যামল মৌসুমে জানোয়ারকে যমীনের হক গ্রহণ করিতে দেওয়া মানে হইল, তাহাকে চরিয়া ফিরিয়া খাওয়ার সুযোগ দেওয়া। কিন্তু শুষ্ক মৌসুমে জানোয়ার দুর্বল হইয়া পথে ক্লান্ত হইয়া পড়িবার আগেই তাড়াতাড়ি গন্তব্য স্থানে পৌঁছিয়া যাওয়া উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান