মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৯২
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৮৯২। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে বৃহস্পতিবারে রওয়ানা করিয়াছিলেন। আর তিনি বৃহস্পতিবার দিন সফরে বাহির হওয়া পছন্দ করিতেন। —বুখারী
بَابُ اٰدَابِ السَّفَرِ: الْفَصْل الأول
عَن كَعْب بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الْخَمِيسِ فِي غَزْوَةِ تَبُوكَ وَكَانَ يُحِبُّ أَنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيسِ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
বৃহস্পতিবার মুবারক দিন। কেননা, বন্দার সপ্তাহের আমল এই দিনই আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। আর হুযূর (ﷺ)-এর সফর ইত্যাদি আল্লাহর জন্যই হইত। সুতরাং সেই দিনই তাঁহার আমল আল্লাহর দরবারে উপস্থিত হউক, এই আশায় উক্ত দিনে তিনি সফরে বাহির হইতেন।
