মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৯১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৯১। হযরত আলী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে ছিল একখানা আরবী নমুনার তৈয়ারী ধনুক। এমন সময় তিনি দেখিতে পাইলেন, অন্য আরেক লোকের হাতে একখানা পারস্যের ধনুক। তখন তিনি বলিলেনঃ তোমার হাতে ইহা কি? উহা ফেলিয়া দাও। তোমাদের উচিত যে, তোমরা এই জাতীয় আরবী ধনুক ব্যবহার কর। আর উন্নত মানের বর্শা ব্যবহার কর। কেননা, ইহার দ্বারা আল্লাহ্ তা'আলা তোমাদিগকে দ্বীনের রাস্তায় মদদ করিবেন এবং বিভিন্ন শহরে-নগরে তোমাদিগকে প্রতিষ্ঠিত করিবেন। —ইবনে মাজাহ্
وَعَن عَليّ قَالَ: كَانَتْ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْسٌ عَرَبِيَّةٌ فَرَأَى رَجُلًا بِيَدِهِ قَوْسٌ فَارِسِيَّةٌ قَالَ: «مَا هَذِهِ؟ أَلْقِهَا وَعَلَيْكُمْ بِهَذِهِ وَأَشْبَاهِهَا وَرِمَاحِ الْقَنَا فَإِنَّهَا يُؤَيِّدُ اللَّهُ لَكُمْ بِهَا فِي الدِّينِ وَيُمَكِّنُ لَكُمْ فِي البلادِ» . رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান