মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৮৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৪। হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, রাসুলুল্লাহ্ (ﷺ)-এর তলোয়ারের বাটের উপরিভাগ রৌপ্যমণ্ডিত ছিল। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
وَعَن أنسٍ قَالَ: كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
বাঁটের গোড়ার টুপী, আবার কেহ কেহ বলেন, তলোয়ারের গোড়ায় এবং বাঁটের মাথার দুই পার্শ্বে দুইটি নাকের ন্যায় মোড়ানো গুলীকে বলা হয়। ফতওয়ার কিতাবে আছে— পুরুষের জন্য সোনা-চান্দি ব্যবহার করা হারাম। অবশ্য তলোয়ারের কবজী ইত্যাদি রূপায় মোড়ানো অবস্থায় ব্যবহার করা জায়েয।
