মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৩। হযরত আলী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)কে একটি খচ্চর হাদিয়া দেওয়া হইল, অতঃপর তিনি উহার উপর সওয়ার হইলেন। হযরত আলী (রাঃ) বলিলেন, (হে আল্লাহর রাসূল!) যদি আমরা গাধাকে ঘোড়ীর সঙ্গে মিলন (সঙ্গম) করাইতাম তাহা হইলে এই ধরনের খচ্চর আমরাও লাভ করিতাম। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ নির্বোধ লোকই এইরূপ করিয়া থাকে। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أُهْدِيَتْ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بغلةٌ فركِبَهَا فَقَالَ عَلِيٌّ: لَوْ حَمَلْنَا الْحَمِيرَ عَلَى الْخَيْلِ فَكَانَتْ لَنَا مِثْلُ هَذِهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَفْعَلُ ذَلِكَ الَّذِينَ لَا يعلمُونَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

গাধা-ঘোড়ার সঙ্গমে খচ্চরের জন্ম লাভ করানোকে হুযূর (ﷺ) অজ্ঞ তথা মূর্খ লোকের কাজ বলিয়া এক প্রকার নিষেধই করিয়াছেন। অথচ তিনি স্বয়ং উহার উপরে সওয়ারও হইয়াছেন। আবার আল্লাহ্ তা'আলা যে সমস্ত জানোয়ারের উল্লেখ করিয়া বান্দার উপর স্বীয় উপকার স্মরণ করাইয়াছেন, তন্মধ্যে খচ্চরের কথাও উল্লেখ রহিয়াছে। যেমন
وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً
ইহাতে প্রমাণিত হয় যে, খচ্চরের প্রজনন মূলত জায়েয রহিয়াছে, তবে অন্যান্য মাসলেহাত অনুযায়ী হুযূর (ﷺ) ইহাকে অপছন্দ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান