মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮১। হযরত আবু ওয়াহব জুশামী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ঘোড়াগুলিকে যুদ্ধের জন্য তৈয়ার রাখ এবং তাহাদের মাথা ও নিতম্বের উপর হাত বুলাও। অথবা তিনি أعجازِها এর পরিবর্তে أكفالِها শব্দ বলিয়াছেন, তাহাদের গলায় মালা ঝুলাইয়া রাখ, তবে তাহাদের গলায় কামানের তূণ বাঁধিও না । —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ارْتَبِطُوا الْخَيْلَ وامسحُوا بنواصيها وأعجازِها أَو قَالَ: كفالِها وَقَلِّدُوهَا وَلَا تُقَلِّدُوهَا الْأَوْتَارَ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

ঘোড়ার গলায় وتر কামানের তৃণ বাঁধা নিষেধ সম্পর্কে তিনটি কারণ হইতে পারে। (এক) তাহাদের ধারণা ছিল, উক্ত রশি বাঁধিয়া দিলে আর কাহারো বদনজর লাগিবে না। ইমাম মালেক (রঃ)-এর মতে এই উদ্দেশ্যেই উহা বাঁধা হইত। কিন্তু হুযূর (ﷺ) উহা কাটিয়া ফেলার নির্দেশ দিয়াছেন। কেননা, যাহাকিছু হয় আল্লাহর হুকুমেই হইয়া থাকে। (দুই) অনেক সময় অসতর্কতাবশত উক্ত তূণ বা রশিতে ঘোড়ার গলায় ফাঁস পড়িয়া যাইতে পারে। বিশেষত যখন বাগানে-জঙ্গলে ঢুকে, তখন গাছের সাথে আটকা পড়িয়া মারা যাইতে পারে। (তিন) আবার অনেক সময় উহার সহিত ঘণ্টা বা ঝুমঝুমি বাঁধিয়া দেওয়া হইত, অথচ উহাকে শয়তানের কাজ বলা হইয়াছে। এই সমস্ত কারণে উহা ঝুলাইতে নিষেধ করিয়াছেন। তবে এই নিষেধ অর্থ হারাম নহে ; বরং মাকরূহ। অবশ্য সৌন্দর্যের জন্য মালা কিংবা বালা-মুসীবত হইতে নিরাপদে থাকার জন্য তাবিজ ইত্যাদি ঝুলানো জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান