মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮০। হযরত ওতবা ইবনে আব্দ সুলামী (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, তোমরা ঘোড়ার কপালের লম্বা চুল ও তাহার গর্দানের চুল ও লেজের চুল কাটিও না। কেননা, তাহার লেজ হইল তাহার পাখা (উহার দ্বারা সে তাহার শরীর হইতে মশা-মাছি ও পোকা-মাকড় তাড়ায়)। ঘাড়ের চুল হইল তাহার উষ্ণতা লাভের উপকরণ। আর তাহার কপালের চুলের মধ্যে কল্যাণ নিহিত রহিয়াছে। —আবু দাউদ
كتاب الجهاد
وَعَن عُتبةَ بن عبدٍ السُّلميِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقُصُّوا نَوَاصِيَ الْخَيْلِ وَلَا مَعَارِفَهَا وَلَا أَذْنَابَهَا فَإِنَّ أَذْنَابَهَا مَذَابُّهَا وَمَعَارِفَهَا دِفاءُها وَنَوَاصِيهَا مَعْقُودٌ فِيهَا الْخَيْرُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮৮০ | মুসলিম বাংলা