মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৭৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ঘোড়দৌড়ের প্রতিযোগিতার দুইটি ঘোড়ার মধ্যে আরেকটি ঘোড়া সংযোজন করে, এমতাবস্থায় যদি এই বিশ্বাস থাকে যে, তাহার ঘোড়া আগে চলিয়া যাইবেই, তাহা হইলে উহাতে কোন কল্যাণ নাই। আর যদি এই বিশ্বাস না থাকে যে, তাহার ঘোড়া আগে যাইতে পারিবে, তখন ইহাতে কোন দোষ নাই। —শরহে সুন্নাহ্
আর আবু দাউদের রেওয়ায়তে আছে, হুযূর (ﷺ) বলিয়াছেন, যে ব্যক্তি প্রতিযোগিতার দুই ঘোড়ার মধ্যে তাহার ঘোড়া প্রবেশ করাইল, অথচ উহা আগে যাইতে পারিবে কিনা বিশ্বাস নাই, তখন উহা জুয়া হইবে না। আর যে ব্যক্তি এই বিশ্বাসে তাহার ঘোড়াটি প্রবেশ করায় যে, উহা নিশ্চিত আগে যাইবেই, তখন উহা হইবে জুয়া ।
আর আবু দাউদের রেওয়ায়তে আছে, হুযূর (ﷺ) বলিয়াছেন, যে ব্যক্তি প্রতিযোগিতার দুই ঘোড়ার মধ্যে তাহার ঘোড়া প্রবেশ করাইল, অথচ উহা আগে যাইতে পারিবে কিনা বিশ্বাস নাই, তখন উহা জুয়া হইবে না। আর যে ব্যক্তি এই বিশ্বাসে তাহার ঘোড়াটি প্রবেশ করায় যে, উহা নিশ্চিত আগে যাইবেই, তখন উহা হইবে জুয়া ।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْخَلَ فَرَسًا بَيْنَ فَرَسَيْنِ فَإِنْ كَانَ يُؤْمَنُ أَنْ يَسْبِقَ فَلَا خَيْرَ فِيهِ وَإِنْ كَانَ لَا يُؤْمَنُ أَنْ يَسْبِقَ فَلَا بَأْسَ بِهِ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: قَالَ: «مَنْ أَدْخَلَ فَرَسًا بَيْنَ فَرَسَيْنِ يَعْنِي وَهُوَ لَا يَأْمَنُ أَنْ يَسْبِقَ فَلَيْسَ بِقِمَارٍ وَمَنْ أَدْخَلَ فَرَسًا بَيْنَ فَرَسَيْنِ وَقَدْ أَمِنَ أَنْ يَسْبِقَ فَهُوَ قمار»
হাদীসের ব্যাখ্যা:
প্রতিযোগিতার মধ্যে উভয় পক্ষ হইতে শর্ত আরোপ করা জায়েয নাই; বরং উহা জুয়া ও হারাম। যেমন, এক ব্যক্তি বলে, যদি তোমার ঘোড়া আগে যাইতে পারে তবে আমি একশত টাকা দিব। আর যদি আমার ঘোড়া আগে চলিয়া যায়, তাহা হইলে তুমি আমাকে একশত টাকা দিবে, ইহা জায়েয নহে। কেননা, ইহা জুয়া। আর যদি তৃতীয় কোন ব্যক্তি এই প্রতিযোগিতায় শামিল হয় এই শর্তে যে, যদি সে বিজয়ী হয়, তবে উভয়ের নিকট হইতে প্রতিশ্রুত পুরস্কার পাইবে। আর সে হারিয়া গেলে তাহাকে কিছুই দিতে হইবে না। এইভাবে প্রতিযোগিতা জায়েয।
