মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৫২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৫২। হযরত আবু মুসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতের দ্বারসমূহ (মুজাহেদ্বীনের) তলোয়ারের ছায়াতলে রহিয়াছে। এই কথা শুনিয়া এক জীর্ণশীর্ণ প্রকৃতির লোক দাড়াইয়া বলিল, হে আবু মুসা! আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উক্ত হাদীসটি বলিতে শুনিয়াছেন? আবু মুসা উত্তর দিলেন, হ্যাঁ। অতঃপর লোকটি তাহার সঙ্গীদের নিকট আসিয়া বলিল, আমি তোমাদিগকে (চিরদিনের জন্য শেষ) সালাম জানাইতেছি। এই কথা বলিয়াই সে তলোয়ারের খাপ ভাঙ্গিয়া ফেলিল এবং তলোয়ার লইয়া শত্রুদের দিকে অগ্রসর হইল। উহার দ্বারা অনেক শত্রু নিধন করিল, অবশেষে নিজেও শহীদ হইয়া গেল। – মুসলিম
كتاب الجهاد
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَبْوَابَ الْجَنَّةِ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ» فَقَامَ رَجُلٌ رَثُّ الْهَيْئَةِ فَقَالَ: يَا أَبَا مُوسَى أَنْتَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هَذَا؟ قَالَ: نَعَمْ فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: أَقْرَأُ عَلَيْكُمُ السَّلَامَ ثُمَّ كَسَرَ جَفْنَ سَيْفِهِ فَأَلْقَاهُ ثُمَّ مَشَى بِسَيْفِهِ إِلَى الْعَدُوِّ فَضَرَبَ بِهِ حَتَّى قُتِلَ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

১. এইখানে السيوف অর্থ, মুজাহেদীনদের তরবারি। সুতরাং যে কোন প্রকারের তলোয়ারের নীচে জান্নাত নয়। অনুরূপভাবে বলা হইয়াছে, মায়ের দুই পায়ের নীচে জান্নাত।

২. নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখ জান্নাত তরবারির ছায়াতলে। অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করে শত্রুর বিরুদ্ধে তরবারি চালনা করলে তার পুরস্কারস্বরূপ আল্লাহ তা'আলা জান্নাত দান করেন। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেলে ইখলাসের সংগে তাতে অবিচল থেকো।
এখানে 'তরবারি' বলে যুদ্ধাস্ত্র বোঝানো হয়েছে। সেকালে যেহেতু তরবারিই ছিল যুদ্ধের প্রধান অস্ত্র তাই তরবারির কথা বলা হয়েছে, নয়তো তীর-বর্ষাও এর অন্তর্ভুক্ত। বর্তমানকালে যেসব আধুনিক সমরাস্ত্র আছে, জিহাদের মূলনীতি রক্ষা করে যথানিয়মে তা ব্যবহার করলে সে ক্ষেত্রেও এ হাদীছ প্রযোজ্য হবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

শরী'আতের বিধান অনুযায়ী সশস্ত্র সংগ্রামের অবকাশ আসলে আগ্রহের সাথে তাতে শরীক থাকা উচিত। তা জান্নাতলাভের একটি শ্রেষ্ঠ উপায়।
২. ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান