মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৪৮
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪৮। হযরত ওকবা ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কি এই কাজ করিতে অসমর্থ যে, যদি আমি কোন লোককে (তোমাদের শাসক হিসাবে) নিযুক্ত করিয়া পাঠাই আর সে আমার নির্দেশ মোতাবেক (শাসনকার্য পরিচালনা করে না, তখন তোমরা তাহাকে পদচ্যুত করিয়া তদস্থলে এমন একজন লোককে নিয়োগ করিবে, যে আমার নির্দেশ মোতাবেক কাজ পরিচালনা করে ? —আবু দাউদ। আর ফাযালার হাদীস, 'সে ব্যক্তিই প্রকৃত মুজাহিদ যে তাহার নফসের সাথে জেহাদ করে' কিতাবুল ঈমানের মধ্যে বর্ণিত হইয়াছে।
كتاب الجهاد
وَعَن عقبَة بن مَالك عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أعجزتم إِذا بعثت رجلا فَم يَمْضِ لِأَمْرِي أَنْ تَجْعَلُوا مَكَانَهُ مَنْ يَمْضِي لِأَمْرِي؟» . رَوَاهُ أَبُو دَاوُدَ
وَذَكَرَ حَدِيثَ فَضَالَةَ: «وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ» . فِي «كِتَابِ الْإِيمَانِ»
وَذَكَرَ حَدِيثَ فَضَالَةَ: «وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ» . فِي «كِتَابِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বিভিন্ন অর্থ হইতে পারে। যেমন, আমি কোন এক ব্যক্তিকে কোন কাজে পাঠাই; কিন্তু সে আমার কাজ করে না বা আমার হুকুমের নাফরমানী করে, তখন তোমরা তাহাকে পদচ্যুত করিয়া দাও। অথবা, আমি শাসক হিসাবে কোন লোক নিয়োগ করিয়া থাকি ; কিন্তু সে অত্যাচারী, যালেম – প্রজাদের প্রতি নির্দয় নিষ্ঠুর, তখন তাহাকে বরখাস্ত করিয়া তদস্থলে অন্য লোককে নিয়োগ কর। তবে হাঁ, যদি তাহাকে পদচ্যুত করিতে গেলে বিরাট রকমের ফেনা বা রক্তক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাহা হইতে বিরত থাকিতে হইবে।