মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৪৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, একদা আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে জেহাদ সম্পর্কে অবহিত করুন। (অর্থাৎ, কোন্ প্রকারের জেহাদ করিলে সওয়াব পাওয়া যায়।) তিনি বলিলেনঃ হে আব্দুল্লাহ্ ইবনে আমর যদি তুমি ধৈর্যধারণ করিয়া আল্লাহর নিকট হইতে সওয়াব ও পুরস্কার পাওয়ার নিয়তে জেহাদ কর, আল্লাহ্ তোমাকে ধৈর্যধারণকারী ও সওয়াব অর্জনকারী হিসাবে উত্থিত করিবেন। আর যদি তুমি লোকদিগকে বীরত্ব দেখানো এবং গর্ব অহংকার প্রদর্শনের উদ্দেশ্যে জেহাদ কর, তবে তোমাকে আল্লাহ্ সেই লোক দেখানো ও অহংকার প্রদর্শনের অবস্থায়ই উত্থিত করিবেন। মোটকথা, হে আব্দুল্লাহ্ ইবনে আমর! তুমি যে কোন অবস্থায় লড়াই কর কিংবা নিহত হও, আল্লাহ্ ঐ অবস্থায়ই তোমাকে উত্থিত করিবেন। —আবু দাউদ
كتاب الجهاد
وَعَن عبد الله بن عَمْرو أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْجِهَادِ فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنْ قَاتَلْتَ صَابِرًا مُحْتَسِبًا بَعَثَكَ اللَّهُ صَابِرًا مُحْتَسِبًا وَإِنْ قَاتَلْتَ مُرَائِيًا مُكَاثِرًا بَعَثَكَ اللَّهُ مُرَائِيًا مُكَاثِرًا يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو عَلَى أَيِّ حَالٍ قَاتَلْتَ أَوْ قُتِلْتَ بَعَثَكَ اللَّهُ عَلَى تِلْكَ الْحَالِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান