মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৩৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৯। হযরত উম্মে হারাম (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সমুদ্রে সফরকারী যেই ব্যক্তির মাথায় চক্কর আসিয়া বমিতে আক্রান্ত হয়, সে একজন শহীদের সওয়াব পাইবে। আর যেই ব্যক্তি সমুদ্রে ডুবিয়া মৃত্যুবরণ করিয়াছে, সে দুইজন শহীদের সওয়াব পাইবে। – আবু দাউদ
كتاب الجهاد
وَعَن أم حرَام عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمَائِدُ فِي الْبَحْرِ الَّذِي يُصِيبُهُ الْقَيْءُ لَهُ أَجْرُ شَهِيدٍ وَالْغَرِيقُ لَهُ أَجْرُ شَهِيدَيْنِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

المائد ইহার মূল উৎপত্তি ماد হইতে, অর্থ, নড়াচড়া। অর্থাৎ, সাগরের ঝড় তুফানে কিংবা সমুদ্রের ঢেউয়ের দরুন যাহার মাথায় চক্কর আসিয়া বমি হইয়াছে। বর্ণিত ফযীলত হজ্জ ও ওমরা অথবা জেহাদ ইত্যাদি দ্বীনি উদ্দেশ্যে সফরকারীর জন্য প্রযোজ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান