মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৩৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি (শরীরে) জেহাদের কোন প্রকারের চিহ্ন ব্যতীত আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে (অর্থাৎ, মৃত্যুবরণ করিবে) তখন সে ত্রুটিযুক্ত দ্বীন লইয়াই আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে। — তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَقِيَ اللَّهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللَّهَ وَفِيهِ ثُلْمَةٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
জেহাদের চিহ্ন বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন—ক্ষত, রাস্তার ধুলা বালি, শরীরের ক্লান্তি ও অবসাদ, কিংবা অর্থ-সম্পদ ব্যয় বা মুজাহিদদের সরঞ্জামাদি সরবরাহ ইত্যাদি। সম্ভবতঃ এই হাদীসটি ঐ ব্যক্তির জন্য প্রযোজ্য যাহার উপর জেহাদ ফরযে আইন রহিয়াছে, অথচ সে উপরোল্লিখিত কাজের কোন একটিও করে নাই।