মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৩৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৪। হযরত মেকদাম ইবনে মা'দীকারেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নিকট শহীদের জন্য ছয়টি বিশেষ পুরস্কার রহিয়াছে। (এক) শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরিতেই তাহাকে মাফ করিয়া দেওয়া হয় এবং প্রাণ বাহির হওয়ার প্রাক্কালে বেহেশতের মধ্যে তাহার অবস্থানের জায়গাটি তাহাকে চাক্ষুষ দেখাইয়া দেওয়া হয়। (দুই) কবরের আযাব হইতে তাহাকে নিরাপদে রাখা হয়। (তিন) কিয়ামত দিবসের ভয়াবহতা হইতে তাহাকে হেফাযতে রাখা হইবে। (চার) তাহার মাথার উপর সম্মান ও মর্যাদার মুকুট পরান হইবে। উহার খচিত একটি ইয়াকুত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহাকিছু আছে, সেই সমস্ত কিছু হইতে উত্তম। (পাঁচ) তাহার বিবাহে বড় বড় চক্ষুবিশিষ্ট বাহাত্তর জন হুর দেওয়া হইবে এবং (ছয়) তাহার সত্তর জন নিকটতম আত্মীয়ের জন্য তাহার সুপারিশ কবুল করা হইবে। —তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الجهاد
وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أوَّلِ دفعةٍ وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ويزوَّجُ ثنتينِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقْرِبَائِهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ