মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮২১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮২১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের জান, মাল ও মুখ দ্বারা তোমরা মুশরিকদের সঙ্গে জেহাদ কর। —আবু দাউদ, নাসায়ী ও দারেমী
كتاب الجهاد
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
জেহাদের প্রকার ও পদ্ধতি বিভিন্ন ধরনের হইতে পারে। সশরীরে জেহাদ করা যেমন গুরুত্বপূর্ণ, মালের দ্বারা কিংবা মুখ ও কলমের দ্বারা জেহাদ করাও উহার চেয়ে কম গুরুত্বপূর্ণ নহে। মুখের দ্বারা জেহাদ করা যেমন, প্রতিপক্ষের প্রশ্নের জওয়াব দেওয়া ও যুক্তি দ্বারা তাহা খণ্ডন করা কিংবা বক্তৃতার মাধ্যমে তাহাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা। অনুরূপভাবে লিখনীর দ্বারাও অনৈসলামিক মতবাদকে খোঁড়া করিয়া তদস্থলে ইসলামী বিধান ও অনুশাসনকে প্রতিষ্ঠা করা হইল কলমের দ্বারা জেহাদ করা।