মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮২০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮২০। আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজে জিহাদে অংশগ্রহণ করল না, মুজাহিদদের যুদ্ধাস্ত্রের ব্যবস্থাও করল না এবং কোনো মুজাহিদের অবর্তমানে তার পরিবার-পরিজনের তত্ত্বাবধান (দেখাশোনা) করল না, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের পূর্বে (দুনিয়াতেই) কঠিন বিপদাপদে নিপতিত করবেন। (আবু দাউদ)
كتاب الجهاد
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَغْزُ وَلَمْ يُجَهِّزْ غَازِيًا أَوْ يَخْلُفْ غَازِيًا فِي أَهْلِهِ بِخَيْرٍ أَصَابَهُ اللَّهُ بِقَارِعَةٍ قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'কিয়ামতের পূর্বে' অর্থ হইল, মৃত্যুর পূর্বে। কেননা, হাদীসে বর্ণিত আছে, اذا مات الانسان قامت قيامته “মানুষ যখন মরিয়া যায় তখন হইতেই তাহার কিয়ামত আরম্ভ হইয়া যায়।” কাফেরের মোকাবেলা করা যেমন জেহাদ, অনুরূপভাবে দ্বীন শিক্ষা করা বা যাহারা দ্বীন প্রতিষ্ঠায় নিয়োজিত তাহাদের সাহায্য সহযোগিতা করাও জেহাদ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান