মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮১০
প্রথম অনুচ্ছেদ
৩৮১০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি (বদর যুদ্ধের প্রাথমিক অবস্থা সম্পর্কে) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁহার সাহাবী সঙ্গীগণ মদীনা হইতে রওয়ানা হইয়া মুশরিকদের পূর্বেই 'বদর' নামক স্থানে পৌঁছিয়া গেলেন। তারপর মুশরিকরা সেই স্থানে আসিল। অতঃপর রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহেদীন মুসলমানদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন: তোমরা এমন এক জান্নাতের রাস্তায় দণ্ডায়মান হইয়া যাও, যাহার প্রশস্ততা আসমান ও যমীনের ন্যায়। এমন সময় ওমায়র ইবনে হুমাম আনন্দে উৎফুল্ল হইয়া বলিলেন, বাহবাহ বাহবাহ। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার বাহবাহ বাহবাহ বলার কারণ কি? তিনি বলিলেন, আল্লাহর শপথ করিয়া বলিতেছি, ইয়া রাসূলাল্লাহ্। ইহার দ্বারা আমার অন্য কোন উদ্দেশ্য নাই; বরং আমি কেবলমাত্র এই আশায়ই বলিয়াছি যে, আমিও যেন উহার অধিবাসী হই। হুযুর (ছাঃ) বলিলেন, নিশ্চয়ই তুমি উহার অধিবাসী। বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, তখন ওমায়র তাহার থলি হইতে কিছু খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন। অতঃপর বলিয়া উঠিলেন, আমি যদি এই খেজুরগুলি খাইয়া শেষ করা পর্যন্ত বাঁচিয়া থাকি, তবে তাহা হইবে বড়ই দীর্ঘ জীবন। (কাজেই ততক্ষণ নাগাদ বাঁচিয়া থাকার অপেক্ষা অসহনীয়।) এই কথা বলিয়াই তিনি অবশিষ্ট সমস্ত খেজুর ফেলিয়া দিলেন এবং মুশরিকদের মোকাবেলায় ঝাপাইয়া পড়িলেন, অবশেষে শহীদ হইয়া গেলেন। মুসলিম
وَعَنْهُ قَالَ: انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ حَتَّى سَبَقُوا الْمُشْرِكِينَ إِلَى بَدْرٍ وَجَاءَ الْمُشْرِكُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ» . قَالَ عُمَيْرُ بْنُ الْحُمَامِ: بَخْ بَخْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَحْمِلُكَ عَلَى قَوْلِكَ: بَخْ بَخْ؟ قَالَ: لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِلَّا رَجَاءَ أَنْ أَكُونَ مِنْ أَهْلِهَا قَالَ: «فَإِنَّكَ مِنْ أَهْلِهَا» قَالَ: فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرْنِهِ فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ ثُمَّ قَالَ: لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكل تمراتي إِنَّهَا الْحَيَاة طَوِيلَةٌ قَالَ: فَرَمَى بِمَا كَانَ مَعَهُ مِنَ التَّمْرِ ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
'বদর' একটি প্রসিদ্ধ স্থানের নাম। যেইখানে ইসলামের ইতিহাসে এক নূতন দিগন্তের সূচনা হয়। আবু জাহল সহ সত্তর জন কাফের কোরায়শ নেতা বদরের যুদ্ধে নিহত হইয়াছে। কাহারও মতে 'বদর' একটি কূপের নাম। ‘বদর ইবনে কোরায়শ' উক্ত কূপটি খনন করিয়াছে, তাই তাহার নামানুসারে উক্ত স্থানটি 'বদর' নামে প্রসিদ্ধ। বেহেশতের প্রস্থের পরিধির কথা উল্লেখ করিয়া ইহাই বুঝান হইয়াছে যে, যাহার প্রস্থের পরিমাণ এই, তবে উহার দৈর্ঘ্য কি পরিমাণ হইবে তাহা বলার অপেক্ষা রাখে না। সে যে শব্দটি ঠাট্টা ও উপহাসস্বরূপও ব্যবহার হইয়া থাকে ; তাই ওমায়র শপথ করিয়া বলিলেন, আল্লাহর কসম! আমি এস্থলে উপহাসের নিয়তে বলি নাই; বরং আপনার কথার সম্মান ও মর্যাদা রক্ষার্থে সেইখানে যাইবার আকাঙ্ক্ষা প্রকাশেই বলিয়াছি। তিনিই আনসারীদের মধ্য হইতে বদরের যুদ্ধে সর্বপ্রথম শহীদ ব্যক্তি।
