মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮০৯
প্রথম অনুচ্ছেদ
৩৮০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, বারা'র কন্যা রুবাইয়্যে', যিনি হারেসা ইবনে সুরাকার মাতা হিসাবে পরিচিত (হযরত আনাস ইবনে মালেক [ রাঃ ]-এর ফুফী), একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলেন, ইয়া নাবীয়াল্লাহ! আপনি আমাকে হারেসা সম্পর্কে কিছু বলুন। হারেসা বদর যুদ্ধে শহীদ হইয়াছেন। এক অদৃশ্য তাঁর আসিয়া তাহাকে বিধিয়াছিল। সুতরাং সে (হারেসা ) যদি জান্নাতবাসী হইয়া থাকে তবে আমি ধৈর্যধারণ করিব। অন্যথায় তাহার জন্য অঝোর নয়নে খুব কাদিব। উত্তরে হুযূর (ছাঃ) বলিলেন : হে হারেসার মা। জান্নাতে অসংখ্য বাগান আছে, আর তোমার পুত্র সেইখানে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস (যাহা বেহেশতের মধ্যে সর্বোত্তম উহা লাভ করিয়াছে। -বুখারী
وَعَن أنسٍ أَنَّ الرُّبَيِّعَ بِنْتَ الْبَرَاءِ وَهِيَ أَمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَلَا تُحَدِّثُنِي عنْ حَارِثَةَ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ صَبَرْتُ وَإِنْ كَانَ غَيْرُ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ فَقَالَ: «يَا أَمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الْأَعْلَى» . رَوَاهُ البخاريُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮০৯ | মুসলিম বাংলা