মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮০৩
প্রথম অনুচ্ছেদ
৩৮০৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাহাহ ওয়াসা বলিয়াছেন : (একমাত্র শহীদ ব্যতীত) কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবার পর পুনরায় দুনিয়াতে ফিরিয়া আসিতে চাহিবে না, যদিও পৃথিবীর যাবতীয় সম্পদ তাহাকে প্রদান করা হয়। একমাত্র শহীদই শাহাদত বরণের উচ্চমর্যাদা দেখিয়া আবার দুনিয়াতে ফিরিয়া আসিবার আকাঙ্ক্ষা করিবে, যাহাতে সে আরও দশ (অর্থাৎ, বহু বহু) বার (আল্লাহর রাস্তায়) শহীদ হইতে পারে। —মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يُرْجَعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ إِلَّا الشَّهِيدُ يَتَمَنَّى أَنْ يُرْجَعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ»
