মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮০১
প্রথম অনুচ্ছেদ
৩৮০১। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: নিশ্চয়ই এই দ্বীন (ইসলাম) সর্বদাই বহাল ও প্রতিষ্ঠিত থাকিবে এবং মুসলমানদের একদল কিয়ামত পর্যন্ত (কোথাও না কোথাও) এই দ্বীনের জন্য জেহাদে রত থাকিবে। মুসলিম
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يَبْرَحَ هَذَا الدِّينُ قَائِمًا يُقَاتِلُ عَلَيْهِ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ حَتَّى تقوم السَّاعَة» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত' মানে কিয়ামতের নিকটতম পূর্ব পর্যন্ত। আর সেই দল কে বা কাহারা? তাহা নির্দিষ্ট কোন দল নহে। সুতরাং কিয়ামত পর্যন্ত একদল লোক সর্বদা বাতিলের সাথে সংগ্রামে লিপ্ত থাকিবে। বুখারীর এক হাদীসে বর্ণিত হইয়াছে, “আর এই উম্মতের একদল সর্বদা আল্লাহর হুকুমের উপর বহাল থাকিয়া কিয়ামতের আগমন পর্যন্ত বাতিলের সাথে সংগ্রামে লিপ্ত থাকিবে। শত্রুরা তাহাদের কোনই ক্ষতি করিতে পারিবে না।” এই সমস্ত হাদীসগুলি হুযূর (ﷺ)-এর প্রকাশ্য ও বাস্তব মো'জেযা। কেননা, তাঁহার সময় হইতে বর্তমান পর্যন্ত সেই সংগ্রাম অব্যাহত রহিয়াছে এবং আগামীতেও অনুরূপভাবে চলিতে থাকিবে।
