মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৭৯৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৭৯৪। হযরত আবু আবস (আব্দুর রহমান ইবনে জুবায়র আনসারী [রাঃ]) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে বান্দার পদদ্বয় আল্লাহর পথে ধূলি মলিন হয়, তাহাকে (দোযখের আগুন স্পর্শ করিবে না। -বুখারী
كتاب الجهاد
وَعَن أبي عَبْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ الله فَتَمَسهُ النَّار» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

পদদ্বয় ধূলিমলিন হওয়া অর্থাৎ, জেহাদের পথে কিছু মাত্র অংশগ্রহণের উপর এই সুসংবাদের দ্বারা প্রমাণিত হয় যে, জেহাদে পুরাপুরিভাবে যে ব্যক্তি অংশগ্রহণ করে, তাহার সওয়াব যে কত বিরাট হইবে তাহা বর্ণনাতীত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান