মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৭৯৪
প্রথম অনুচ্ছেদ
৩৭৯৪। হযরত আবু আবস (আব্দুর রহমান ইবনে জুবায়র আনসারী [রাঃ]) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে বান্দার পদদ্বয় আল্লাহর পথে ধূলি মলিন হয়, তাহাকে (দোযখের আগুন স্পর্শ করিবে না। -বুখারী
وَعَن أبي عَبْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ الله فَتَمَسهُ النَّار» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
পদদ্বয় ধূলিমলিন হওয়া অর্থাৎ, জেহাদের পথে কিছু মাত্র অংশগ্রহণের উপর এই সুসংবাদের দ্বারা প্রমাণিত হয় যে, জেহাদে পুরাপুরিভাবে যে ব্যক্তি অংশগ্রহণ করে, তাহার সওয়াব যে কত বিরাট হইবে তাহা বর্ণনাতীত।
