মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৭৯৫
প্রথম অনুচ্ছেদ
৩৭৯৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন কাফের ও তাহার হত্যাকারী জাহান্নামে কখনওই একত্র হইবে না। — মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجْتَمِعُ كَافِرٌ وَقَاتِلُهُ فِي النَّارِ أبدا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যুদ্ধের ময়দানে কোন কাফের হত্যাকারী মু'মিন জাহান্নামে যাইবে না। অবশ্য অন্য কোন কারণে আযাবের যোগ্য হইলে উহা ভোগ করিবে। অথবা হাদীসের অর্থ হইল, কাফেরকে হত্যা করার দরুন তাহার সমস্ত গুনাহ্ মুছিয়া যায়; সুতরাং সে আর দোযখে যাইবে না। অথবা নিহত কাফেরকে যেই স্থানে শাস্তি দেওয়া হইবে, তাহার হত্যাকারীকে সেই স্থানে শাস্তি দেওয়া হইবে না। ফলে শাস্তির বেলায় দুইজন একই স্থানে একত্র হইবে না।
