মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৭৪
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) এমন এক ব্যক্তিকে—যাহাকে তিনি শপথ করাইবার সংকল্প করিয়াছিলেন, তাহাকে বলিলেনঃ তুমি সেই আল্লাহর নামে কসম কর, যিনি ছাড়া অন্য কোন মা'বূদ নাই যে, তোমার উপর তাহার কোন হক নাই অর্থাৎ, বাদীর কোন হক নাই। –আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ حَلَّفَهُ: «احْلِفْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ مَاله عِنْدَكَ شَيْءٌ» يُعْنَى لِلْمُدَّعِي. رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৭৪ | মুসলিম বাংলা