মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৪৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, যখন হযরত আবু বকর (রাঃ)-কে খলীফা মনোনীত করা হইল, তখন তিনি বলিলেন, আমার গোত্রের লোকেরা ভালোভাবে জানে যে, আমার ব্যবসার আয় আমার পরিবার-পরিজনদের ভরণ-পোষণের প্রয়োজন মিটাইতে অক্ষম ছিল না। কিন্তু এখন আমি মুসলমানদের কাজে নিযুক্ত হইয়াছি (কাজেই নিজের বা পরিবারের জন্য এখন কোন কাজ করা সম্ভব নহে।) অতএব, আবু বকরের সন্তান-সন্ততি ও পরিবার-পরিজন এখন হইতে এই মাল (বায়তুল মালের সম্পদ) হইতে খাইতে থাকিবে। আর সে (অর্থাৎ, আবু বকর) মুসলমানদের জন্য কাজ করিবে। -বুখারী
كتاب الإمارة والقضاء
وَعَن عائشةَ قَالَتْ: لِمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لم تكنْ تعجِزُ عَن مَؤونةِ أَهْلِي وَشُغِلْتُ بِأَمْرِ الْمُسْلِمِينَ فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا الْمَالِ وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা যে, হযরত আবু বকর ইসলাম গ্রহণ ও খেলাফতের পূর্বে কাপড়ের ব্যবসা করিতেন। খলীফা নিযুক্ত হওয়ার পর তাহা আর চালু রাখা সম্ভব হয় নাই । কাজেই তিনি নেতৃস্থানীয় সাহাবায়ে কেরামের পরামর্শানুযায়ী বায়তুল মাল হইতে নিজ পরিবারের জন্য একটি ভাতা নির্ধারণ করিয়া লন, যাহার পরিমাণ ছিল একজন সাধারণ লোকের জীবিকা নির্বাহের উপযোগী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান