মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৪৮
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৮। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যেই লোককে আমরা কোন কাজে নিয়োগ করি এবং তাহাকে সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক প্রদান করি, যদি সে ইহার পর তাহার পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করে, তবে উহা হইবে খেয়ানত। —আবু দাউদ
كتاب الإمارة والقضاء
الْفَصْل الثَّانِي
عَن بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ فَرَزَقْنَاهُ رِزْقًا فَمَا أَخَذَ بَعْدَ ذَلِكَ فَهُوَ غُلُولٌ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৪৮ | মুসলিম বাংলা