মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৪৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৪৩। হযরত ইবনে মাওয়াহব (রাঃ) হইতে বর্ণিত, একদা হযরত ওসমান ইবনে আফ্ফান (রাঃ) ইবনে ওমর (রাঃ)-কে বলিলেন, আপনি মানুষের মাঝে বিচার করুন! (অর্থাৎ, আপনি বিচারকের পদ গ্রহণ করুন।) উত্তরে ইবনে ওমর (রাঃ) বলিলেন, বরং হে আমীরুল মু'মিনীন! আপনি আমাকে ক্ষমা করুন। হযরত ওসমান (রাঃ) বলিলেন, আপনি উক্ত পদটিকে কেন অপছন্দ করিতেছেন? অথচ আপনার পিতা তো (খলীফা নিযুক্ত হওয়া ছাড়াও অন্য সময় বিচারক নিযুক্ত হইয়া বিচার করিয়াছেন। এইবার ইবনে ওমর (রাঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি শাসক নিযুক্ত হইয়া ন্যায়পরায়ণতার সহিত বিচার করে, তাহার জন্য ইহাই শ্রেয়ঃ যে, সে উহা হইতে সমান সমানভাবে অব্যাহতি লাভ করিতে পারে। (অর্থাৎ, উক্ত পদে থাকিয়া ফযীলত ও মর্যাদা লাভের আশা করা তো দূরের কথা, তাহার জন্য ইহাই সৌভাগ্য বলিয়া গণ্য হইবে যে, সে পারিতোষিকের অধিকারী না হইলেও অন্ততঃপক্ষে শাস্তি হইতে মুক্ত থাকিতে পারিয়াছে। সমান সমানভাবে অব্যাহতির দ্বারা ইহাই বুঝান হইয়াছে যে, লাভ না হইলে কমপক্ষে লোকসানেরও সম্মুখীন হয় নাই।) বর্ণনাকারী বলেন, ইবনে ওমরের এই কথা শুনিয়া হযরত ওসমান (রাঃ) এই সম্পর্কে তাঁহার সাথে আর কোন কথাবার্তা বলেন নাই। – তিরমিযী
كتاب الإمارة والقضاء
وَعَنِ ابْنِ مَوْهَبٍ: أَنَّ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِابْنِ عُمَرَ: اقْضِ بَين النَّاس قَالَ: أَو تعاقبني يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: وَمَا تَكْرَهُ مِنْ ذَلِك وَقد كَانَ أَبوك قَاضِيا؟ قَالَ: لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِالْعَدْلِ فَبِالْحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا» . فَمَا راجعَه بعدَ ذَلِك. رَوَاهُ التِّرْمِذِيّ