মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৪২
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৪২। সায়ীদ ইবনে মুসাইয়াব (রঃ) হইতে বর্ণিত, একদা এক মুসলমান ও এক ইহুদী তাহাদের উভয়ের এক বিবাদ লইয়া হযরত ওমর (রাঃ)-এর নিকট আসিল। হযরত ওমর (রাঃ) ইহুদীর দাবীটাকে সত্য বুঝিলেন এবং তাহার পক্ষে রায় দিয়া দিলেন। ইহার পর ইহুদী হযরত ওমর (রাঃ)-কে লক্ষ্য করিয়া বলিল, খোদার কসম! আপনি সত্য বিচারই করিয়াছেন। এই কথা শোনার পর হযরত ওমর তাহাকে চাবুক দিয়া আঘাত করিলেন এবং বলিলেন, তুমি কিরূপে জানিতে পারিয়াছ যে, ইহা সত্য বিচার হইয়াছে ? উত্তরে ইহুদী বলিল, খোদার কসম! আমরা তওরাত কিতাবে পাইয়াছি যে, যেই শাসক ন্যায়বিচার করে, তাহার ডানে ও বামে দুই পার্শ্বে দুইজন ফেরেশ্তা থাকেন। তাহারা তার কাজটিকে দুরুস্ত করিয়া দেন এবং ন্যায় কাজ করার মধ্যে সাহায্য করেন আর যতক্ষণ তিনি এই ন্যায়ের মধ্যে থাকেন, ফিরিশতারাও তাহার সঙ্গে থাকেন। কিন্তু তিনি যখন ন্যায়ের পথ বর্জন করেন, তখন ফিরিশতারা উভয়েই উপরে চলিয়া যান এবং তাহার সঙ্গ পরিহার করেন। —মালেক
كتاب الإمارة والقضاء
وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ مُسْلِمًا وَيَهُودِيًّا اخْتَصَمَا إِلَى عُمَرَ فَرَأَى الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ عُمَرُ بِهِ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ: وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بِالدِّرَّةِ وَقَالَ: وَمَا يُدْريكَ؟ فَقَالَ الْيَهُودِيُّ: وَاللَّهِ إِنَّا نَجِدُ فِي التَّوْرَاةِ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تركَ الحقَّ عرَجا وترَكاهُ. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
এইখানে এই প্রশ্ন জাগে, ইহুদী তো সত্য কথাই বলিয়াছে যে, তিনি অর্থাৎ, ওমর (রাঃ) ন্যায়বিচারই করিয়াছেন, তবুও হযরত ওমর তাহাকে চাবুক দ্বারা মারিলেন কেন? উত্তরে ইহা বলা হয় যে, তাহাকে তিনি শাস্তিস্বরূপ আঘাত করেন নাই; বরং ইহা সন্তুষ্টির প্রকাশ হিসাবে ছিল, যাহা মানুষ কোন কোন সময় খুশীর বেলায় এইরূপ করিয়া থাকে। আর হযরত ওমর (রাঃ) এই ব্যবহার দ্বারা এ কথাই বুঝাইতে চাহিয়াছেন যে, তিনি ন্যায়ের মানদণ্ড হইতে বিচ্যুত হন নাই। যদি এমন কিছু হইত, তবে তিনি মুসলমান লোকটির পক্ষে রায় প্রদান করিতেন।